General knowledge
1. পৃথিবীর সবথেকে পরিষ্কার দেশের নাম কি ?
উত্তর: পৃথিবীর সবথেকে পরিষ্কার দেশের নাম হল ফিনল্যান্ড
2. কোন দেশে সব থেকে কম দামের গাড়ি বিক্রি করা হয় ?
উত্তর: আমেরিকা দেশে সবথেকে কম দামে গাড়ি বিক্রি করা হয়।
3.CITY OF LOVE কোন শহরকে বলা হয় ?
উত্তর: CITY OF LOVE প্যারিস শহরকে বলা হয়।
4. কোন দেশের তিনটি রাজধানী আছে ?
উত্তর: দক্ষিণ আফ্রিকা দেশের তিনটি রাজধানী আছে।
(1) Pretoria (2) cap town (3) Bloemfontain.
5. কোন দেশকে মসজিদের দেশ বলা হয় ?
উত্তর: সৌদি আরবকে মসজিদের দেশ বলা হয়।
6. পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি টিভি চ্যানেল আছে ?
উত্তর: রাশিয়া দেশের সবথেকে বেশি টিভি চ্যানেল আছে।
7. কোন দেশে কুকুরদের ভগবানের মতো পুজো করা হয় ?
উত্তর: ইজিপ্ট দেশে প্রাচীনকাল থেকে বিড়াল ও কুকুরদের ভগবানের মতো পূজা করা হয়।
8. পৃথিবীর সবথেকে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের ?
উত্তর: পৃথিবীর সবথেকে শক্তিশালী পাসপোর্ট হলো জাপান দেশের। এই পাসপোর্ট নিয়ে আপনি 193 টি দেশে ঘুরতে পারবেন।
9. কোন দেশে মোটা হয়ে যাওয়াটা একটি আইনত অপরাধ ?
উত্তর: জাপান দেশের মোটা হয়ে যাওয়াটা একটি আইনত অপরাধ। এবং জরিমানা দিতে হয়।
10. পৃথিবীর প্রথম করোনামুক্ত দেশের নাম কি ?
উত্তর: পৃথিবীর প্রথম করোনা মুক্ত দেশের নাম হলে নিউজিল্যান্ড।
11. বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে ?
উত্তর: বৃষ্টির জলে ভিটামিন B12 থাকে।
12. একটি সদ্যজাত শিশুর শরীরে কতগুলি হাড় থাকে ?
উত্তর: একটি সদ্যজাত শিশুর শরীরে 350 টি হাড় থাকে।
13. কোন প্রাণীর দুধের রং গোলাপি হয় ?
উত্তর: জলহস্তীর দুধের রং গোলাপি হয়।
14. একটা পাঁচ বছরের শিশুর মুখে কতগুলি দাঁত থাকে ?
উত্তর: একটি 5 বছরের শিশুর মুখে 19 টি দাঁত থাকে।
15. ম্যালেরিয়া রোগটি দেহের কোন অঙ্গ কে আক্রমণ করে।
উত্তর: ম্যালেরিয়া রোগটি সরাসরি আমাদের কিডনি ও লিভারের আক্রমণ করে।
16. আদিম মানুষের জন্য প্রথম কোন দেশে হয়েছিল ?
উত্তর: আদিম মানুষের জন্ম হয়েছিল আফ্রিকায় এখান থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে।
17. পৃথিবীর প্রথম মানুষের গায়ের রং কেমন ছিল ?
উত্তর: বিজ্ঞানের দিক থেকে পৃথিবীর প্রথম মানুষের গায়ের রং ছিল কালো কিন্তু ধর্মীয় দিক থেকে এর উত্তর অন্য হতে পারে।
18. কোন প্রাণীর দুটি পাকস্থলী থাকে ?
উত্তর: পিঁপড়ে দেখতে ছোট হলেও পিঁপড়ের দুটি পাকস্থলীতে থাকে।
19. কোন প্রাণী খাবার সময় কাঁদে ?
উত্তর: কুমির খাবার সময় কাঁদে।
20. একটা হাতির কতগুলি দাঁত থাকে ?
উত্তর: একটা হাতির 26 টি দাঁত থাকে।
21. একটা হাতির কতবার দাঁত ভাঙ্গে আর গজায় ?
উত্তর: একটা হাতির 6 বার দাঁত গজায় আবার ভাঙে।
22. একটা মুরগি বছরে কতগুলো ডিম পাড়ে ?
উত্তর: এটি নির্ভর করে মুরগিটি কোন জাতের তারপর একটা মুরগি বছরে 200 থেকে 300 টি ডিম পাড়ে।
23. মানুষের শরীরের সবথেকে ব্যস্ততম অঙ্গের নাম কি ?
উত্তর: মানুষের শরীরের সবথেকে ব্যস্ততম অঙ্গের নাম হল হৃদপিণ্ড।
24. কোন প্রাণী 6 দিন পর্যন্ত নিঃশ্বাস বন্ধ করে বেঁচে থাকতে পারে ?
উত্তর : বিচে 6 দিন।নিঃশ্বাস।বন্ধ করে বেঁচে থাকতে পারে।
25. কোন প্রাণীর বাচ্চার ওজন প্রতিদিন 90 কেজি করে বাড়তে থাকে ?
উত্তর: নীল তিমির বাচ্চার ওজন প্রথম কয়েক মাস 90 কেজি করে বারতে থাকে।
Comments
Post a Comment