General Knowledge.

1.কোন প্রানীর হৃৎপৃন্ড মাথায় থাকে?
উত্তর: সমুদ্রের কঁ।কড়া
2. বিশ্বের কোন দেশে টক মধু পাওয়া যায়?
উত্তর: ব্রাজিলের জঙ্গলে
3. আমেরিকায় আধার কার্ড কে কি বলে?
উত্তর: আমেরিকায় আধার কার্ড কে গ্রিনকার্ড বলে.
4. মানুষের শরীরের সবথেকে ব্যস্ত অঙ্গের নাম কি?
উত্তর: হৃদপিণ্ড
5. ইংরেজি শব্দ ওকে এর ফুল ফর্ম কি?
উত্তর:objection killed (অবজেকশন কিলড)
6. কোন দেশে দুটি করে রাষ্ট্রপতি থাকে?
উত্তর: সন মারিনো দেশে
7. কোন মহিলা গর্ভবতী হবার পর কেন বমি করে
উত্তর: এইচসিজি (HCG) হরমোন এর প্রভাবে.
8. আমাদের শরীরের কোন অঙ্গ বিদ্যুৎ উৎপন্ন করতে পারে?
উত্তর: ব্রেন । যা দিয়ে একটি কম ওয়াটের LED লাইট জ্বলবে
9. কোন পতঙ্গের শরীরের রক্তের রং লাল নয় সাদা হয়
উত্তর: আরশোলার
10. ভারতে কত টাকার নোটে গান্ধীজীর ছবি থাকে না
উত্তর: এক টাকার নোটে
11. কোন পতঙ্গ 6 দিন পর্যন্ত তার নিঃশ্বাস বন্ধ করাতে পারে
উত্তর: কাঁকড়া বিছে
12. কোন দেশের সোনার ATM মেশিন আছে
উত্তর: দুবাইয়ে (Dubai) এই এটিএম থেকে টাকার বদলে সোনার পয়সা বের হয়।
13. কোন প্রাণীর দুধ খেলে মানুষের নেশা হয়
উত্তর: হাতির দুধ। কারণ হাতির দুধে অ্যালকোহল থাকে
14. পৃথিবীতে কোন প্রাণীর দুধ সব থেকে বেশি দামে বিক্রি হয়
উত্তর: বাঘের দুধ। কারণ বাঘের দুধ থেকে মেডিসিন তৈরি হয়।
15. কোন দেশে জিন্সের পোশাক পড়লে সাজা দেওয়া হয়
উত্তর: উত্তর কোরিয়া তে
16. একটা সাপের মুখে কতগুলি দাঁত থাকে
উত্তর: 200 টি দাঁত থাকে
17. একটা ট্রেনের কতগুলি গিয়ার থাকে
উত্তর: 32 টি গিয়ার থাকে
18. কোন দেশে একটাও নদী নেই
উত্তর: সৌদি আরবে
19. একজন মহিলা কতগুলি বাচ্চার জন্ম দিতে পারে
উত্তর: অধিকতম চল্লিশটি (৪০)বাচ্চার জন্ম দিতে পারে
20. কোন দেশে পুলিশের সংখ্যা সবচেয়ে বেশি
উত্তর: আমেরিকায়
21. পৃথিবীর কোন দেশে গরু নেই
উত্তর: সিরিয়া দেশে
22. পৃথিবীতে মোট কতগুলি ভাষা আছে
উত্তর: পৃথিবীতে মোট পাঁচ হাজার(৫০০০)রকমের ভাষা আছে
23. পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মাছের নাম কি
উত্তর: ডলফিন মাছ
24. কোন জাতির মানুষরা নিজের ভাই বোনের সাথে বিয়ে করে
উত্তর: ধুবরা জাতির মানুষ। এরা ভারতের ছত্রিশগড়ে বসবাস করে
25. পৃথিবীর সবথেকে ধনী অভিনেতা নাম কি
উত্তর: শাহরুখ খান
26. পৃথিবীর কোন দেশের তিন লক্ষ (৩)মসজিদ আছে
উত্তর: ভারতে(India)
27. ভারতের টাকা কোন তিনটি দেশে চলে
উত্তর: নেপাল, ভুটান,ও জিম্বাবুয়ে দেশে ভারতের টাকা চলে
28.পৃথিবীর সবথেকে বড় প্রাণীর ওজন কত
উত্তর: ১ লক্ষ ৫০ হাজার
29. ভারতের টাকা কোথায় তৈরি হয়
উত্তর: মহারাষ্ট্রের নাসিকে
30. ভারতে মোট কতগুলি জাতীয় সড়ক আছে
উত্তর:পুরনো নাম্বারিং হিসাবে ২২৮ টি এবং নতুন নাম্বারের হিসাবে ৮৭ টি জাতীয় সড়ক আছে
31. ভারতের কোন রাজ্যের মানুষ কুকুরকে মেরে খায়
উত্তর: নাগাল্যান্ডের মানুষ
32. ভগবান গণেশের ছবি কোন দেশের টাকায় আছে
উত্তর: ইন্দোনেশিয়া দেশের টাকায় আছে
33. পৃথিবীর সব থেকে ছোট ডিম দেয় কোন প্রাণী
উত্তর: হার্মিং বার্ড
34. কোন দেশে সবথেকে বেশি এম্বুলেন্স(Ambulance)আছে
উত্তর: পাকিস্তান দেশে
35. কোন প্রাণী ডাকতে পারে না
উত্তর: জিরাফ
36. কোন পাখি পিছন দিকে উড়তে পারে
উত্তর: হার্মিং বার্ড
37. বিখ্যাত অভিনেতা উত্তম কুমারের আসল নাম কি
উত্তর: অরুণ কুমার চট্টোপাধ্যায়।
38. ভারত ছাড়া আর কোন দেশে রাষ্ট্রীয় ফুল পদ্ম
উত্তর: ভিয়েতনামের রাষ্ট্রীয় ফুল পদ্ম
39. কোন দেশের দুধ বিক্রি করা অপরাধ
উত্তর: ফিনল্যান্ডে
40. ডাব কে ইংরেজিতে কী বলা হয়
উত্তর: গ্রীন কোকোনাট (Green coconut)
41. কোন দেশে বিড়ালকে দেবতা হিসেবে পূজা করা হয়
উত্তর: ইজিপ্ট দেশ বিড়ালকে দেবতা হিসেবে পূজা করা হয়
42. কোন দেশে টিকটক(TikTok)ব্যবহার করা অপরাধ
উত্তর: উত্তর কোরিয়াতে
43. পাকিস্তানের রাষ্ট্রীয় মিষ্টি কি
উত্তর: গোলাপ জামুন
44. কোন দেশে পাগলের সংখ্যা সব থেকে বেশি
উত্তর: বার্মা দেশে
45.কোন দেশে ইনকাম ট্যাক্স (IncomeTax) দিতে হয় না
উত্তর: মোনাকো দেশে
46. কোন প্রাণীর মস্তিষ্ক বা ব্রেন নেই
উত্তর:জেলিফিসের
47. কোন পশু তিন(৩)বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারে
উত্তর:ঘোড়া
48. কোন দেশে ফেসবুক (Facebook) ব্যবহার করা নিষেধ
উত্তর: চীন দেশে
49. ভারত ছাড়া আর কোন দেশের রাষ্ট্রভাষা হিন্দি
উত্তর: ফিজি দেশে
50. কোন দেশের মানুষ বেশি শিক্ষিত হয়
উত্তর: কানাডার মানুষ।



Comments

Post a Comment

Popular Posts