General knowledge

1. ভারতের জাতীয় প্রতীক ?

উত্তর: অশোক স্তম্ব

2.ভারতের জাতীয় সঙ্গীত ?

উত্তর: জন গন মন 

3.ভারতের জাতীয় গান?

উত্তর: বন্দে মাতারাম 

4.ভারতের জাতীয় পশু ?

উত্তর : বাঘ

5.ভারতের জাতীয় পাখি ? 

উত্তর: ময়ূর

6.ভারতের জাতীয় ফল ?

উত্তর: আম

7.ভারতের জাতীয় ফুল ?

উত্তর: পদ্ম 

8.ভারতের জাতীয় গাছ ?

উত্তর: অশ্বথ

9.ভারতের জাতীয় নদী ?

উত্তর: গঙ্গা 

10.ভারতের জাতীয় দিন ?

উত্তর : 26 শে জানুয়ারি। প্রজাতন্ত্র দিবস

11.ভারতের প্রধান মন্ত্রী 2021  ? 

উত্তর: নরেন্দ্র দামোদর দাস মোদী

12.ভারতের আর একটি নাম কি ? 

উত্তর: India.

12.ভারতীয় টাকাই প্রথম গান্ধীজীর ছবি ছাপানো হয়েছিল কত সালে ?

উত্তর: 1967 সালে 

13.ভারতের সব ছোট নদীর নাম কি ?

উত্তর: ARVARI হলো ভারতের সব থেকে ছোট নদী.

14.ভারতের সব থেকে ছোট নামের রেলওয়ে স্টেশন টির নাম কি ?

উত্তর: IB হলো ভারতের সব থেকে ছোট নামের রেলওয়ে স্টেশন।

15. পৃথিবীর সব থেকে দ্রুততম ট্রেনের নাম কি ?

উত্তর: LO series maglev হলো পৃথিবীর দ্রুত গামী ট্রেন।




Comments

Popular Posts